15 C
আবহাওয়া
১০:৪৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৭, ২০২৫
Bnanews24.com
Home » নাইজেরিয়ায় ৩০ শিক্ষার্থী অপহরণ

নাইজেরিয়ায় ৩০ শিক্ষার্থী অপহরণ


বিএনএ ডেস্ক:নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলের একটি কলেজ থেকে প্রায় ৩০ জন কলেজ শিক্ষার্থীকে অপহরণ করেছে বন্দুকধারীরা। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

গত ডিসেম্বর থেকে এ পর্যন্ত এই নিয়ে চার দফায় শিক্ষার্থী অপহরণের ঘটনা ঘটলো দেশটিতে।

রয়টার্স জানিয়েছে, কাদুনা রাজ্যের রাজধানী কাদুনার প্রান্তে অবস্থিত দ্য ফেডারেল কলেজ অব ফরেস্ট্রি মেকানাইজেশনে বৃহস্পতিবার রাতে হামলা চালায় বন্দুকধারীরা।

রাজ্যের নিরাপত্তা কমিশনার স্যামুয়েল আরুয়ান হামলার তথ্য নিশ্চিত করেছেন। তবে ঠিক কতজন অপহৃত হয়েছে তার সঠিক সংখ্যা তিনি নিশ্চিত করেননি।

ওই কলেজের শিক্ষার্থী সানি ডানজুমা জানান, যাদেরকে অপহৃত করা হয়েছে তারা সবাই নারী শিক্ষার্থী।

অন্যান্য শিক্ষার্থীরা জানিয়েছেন, কিছু শিক্ষার্থী অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে আসতে সক্ষম হয়েছেন।

স্থানীয় বাসিন্দা হারুনা সালিসু জানান, রাত সাড়ে ১১টার দিকে তারা বেশ কিছু গুলির শব্দ পান।

তিনি বলেন, ‘আমরা এতে আতঙ্কিত হইনি, ভেবেছিলাম এটি নাইজেরিয়ার প্রতিরক্ষা একাডেমিতে নিয়মিত সামরিক মহড়া চলছে। ভোর ৫টা ২০ মিনিটে নামাজের জন্য বের হলে আমরা কলেজের আঙ্গিনায় শিক্ষার্থী, শিক্ষক ও নিরাপত্তা কর্মীদের দেখতে পাই। তারা আমাদেরকে জানান, বন্দুকধারীরা কলেজে হামলা চালিয়েছিল এবং কয়েক জন শিক্ষার্থীকে অপহরণ করেছে।’

Loading


শিরোনাম বিএনএ