26 C
আবহাওয়া
৬:৫৯ পূর্বাহ্ণ - মে ২৩, ২০২৫
Bnanews24.com
Home » আয়নাঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা

আয়নাঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা

আয়নাঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা

বিএনএ, ঢাকা: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আয়নাঘর পরিদর্শনে গিয়েছেন। তার সঙ্গে রয়েছে দেশ-বিদেশের বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধি এবং ভুক্তভোগীদের পরিবার।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে প্রধান উপদেষ্টা আয়নাঘর পরিদর্শনে যান। এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।

প্রেস সচিব ফয়েজ আহম্মদ জানান, দুপুর আড়াইটার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

প্রধান উপদেষ্টা বলেন, বৈদ্যুতিক চেয়ারে বসিয়ে নির্যাতন করা হত আয়নাঘরে আটকে রাখা বন্দীদের । আয়নাঘরের বর্ণনা যিদি দিতে হয় তাহলে বলতে হয়, বীভৎস দৃশ্য। মানুষের মনুষ্যত্ববোধ যে আছে, তা জানতে বহু গভীরে যেতে হয়। যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয়- এটা কি আমাদের জগত, আমাদের সমাজ। আয়নাঘরে যারা নিগৃহীত হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, তারা আমাদের সঙ্গে আছে।

বিনা কারণে রাস্তা থেকে তুলে এনে কতগুলো সাক্ষী হাজির করে তাদের সন্ত্রাসী জঙ্গি বানানো হত। এরকম টর্চারসেল সারা বাংলাদেশে আছে। শুনতেছি, আয়নাঘরের ভার্সন সারা বাংলাদেশে আছে। কেউ বলছে, ৭০০ কেউ বলছে ৮০০; এখনও সংখ্যা নিরূপণ করা যায়নি, বলেন প্রধান উপদেষ্টা।

বিএনএনিউজ/ আরএস/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ