বিএনএ, বরিশাল: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মাহাবুব হাওলাদার (৪৫) নামে এক ট্রলার চালককে হত্যার ১২ দিন পর সন্ধ্যা নদী থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার ( ১১ ফেব্রুয়ারি) সকালে নিহতের ছোট ভাই শহিদুল ইসলাম ও তার ছেলে সুজনকে আটক করে। পুলিশ তদন্ত করে পরে সুজনের স্বীকারোক্তির ভিত্তিতে তার মামাতো ভাই রিয়াদসহ আরও ৩ জনকে গ্রেপ্তার করে।
পরিবারের অভিযোগ, তারই ভাতিজা সুজনসহ ৬ জন মিলে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
তদন্তে জানা যায়, গত ৩১ জানুয়ারি রাতে বাবুগঞ্জ উপজেলার রাহুতকাঠি খেয়াঘাট থেকে ট্রলারসহ নিখোঁজ হন মাহাবুব হাওলাদার। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। পরদিন তার ভাই জামাল হোসেন অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করে বাবুগঞ্জ থানায় একটি মামলা করেন। ৩১ জানুয়ারি সুজন ও তার সহযোগীরা যাত্রীবেশে মাহাবুবের ট্রলারে ওঠে। মাঝনদীতে পৌঁছালে তারা তাকে হত্যা করে লাশ পাথরের সঙ্গে বেঁধে নদীতে ফেলে দেয়। এরপর ট্রলারটি বিক্রি করে দেয়
বরিশাল বাবুগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম জানান, মূলত ট্রলার ছিনতাইয়ের উদ্দেশ্যেই সুজনের নেতৃত্বে এই হত্যাকাণ্ড ঘটেছে। তবে তার বাবা শহিদুল এতে জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
বিএনএনিউজ/ আরএস/শাম্মী