17 C
আবহাওয়া
৭:৫৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » রাউজানে অগ্নিকাণ্ডে সহায়তা পেল ৬২ পরিবার

রাউজানে অগ্নিকাণ্ডে সহায়তা পেল ৬২ পরিবার

রাউজানে অগ্নিকাণ্ডে সহায়তা পেল ক্ষতিগ্রস্থ ৬২ পরিবার

বিএনএ, রাউজান: চট্টগ্রামের রাউজানে বিভিন্ন সময়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ প্রতিটি পরিবারকে ঢেউটিন ও নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ক্ষতিগ্রস্থ ৬২ পরিবারকে ২ বান্ডিল করে ১শত ২৪ বান্ডিল ঢেউটিন এবং ৬ হাজার টাকা করে ৩ লাখ ৭২ হাজার টাকা সহায়তা প্রদান করা হয় ।

রোববার (১২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ মাঠে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ টাকা বিতরণ করেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি ।

রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুৃস সামাদ সিকদারের সভাপতিত্বে রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোরশেদের সঞ্চালনায় অনুষ্ঠিত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে ঢেউটিন ও টাকা বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, আওয়ামী লীগ নেতা স্বপন কুমার দাশ গুপ্ত, রাউজান পৌরসভার কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী।

বিএনএ/শফিউল আলম, বিএম, এমএফ

Loading


শিরোনাম বিএনএ