বিএনএ: বিপিএল-এর প্রথম প্লে অফ ম্যাচে ফরচুর বরিশালের দেয়া ১৭১ রানের টার্গেটে ব্যাট করছে রংপুর রাইডার্স। বিপিএলের ফাইনালে যাবার শেষ স্বপ্ন বাঁচিয়ে রাখতে লড়াই করছে দুই দল।
রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে মিরপুরে টস জিতে বরিশালকে ব্যাটিং করার আমন্ত্রণ জানায় রংপুর।
নির্ধারিত ২০ ওভারে ১৭০ রান সংগ্রহ করে বরিশাল। দলের মধ্যে ৪৮ বলে সর্বোচ্চ ৬৯ রান করেন মেহেদী হাসান মিরাজ। এছাড়া মাহমুদউল্লাহ ৩৪, কারিম জানাত ৩৩ ও ভানুকা রাজাপাকসে ১৭ রান করেন।
রংপুরের পক্ষে দানুস শানাকা ২টি ও ১টি উইকেট শিকার করেন রাকিবুল হাসান।
শেষ খবর পাওয়া পর্যন্ত ১৭০ রানের টার্গেটে ব্যাটিং করছে রংপুর।
বিএনএনিউজ/এ আর