16 C
আবহাওয়া
৪:২৫ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » মসজিদুল হারামের খতিব আল শুরাইমের পদত্যাগ

মসজিদুল হারামের খতিব আল শুরাইমের পদত্যাগ


বিএনএ, বিশ্বডেস্ক : ৩২ বছর ধরে সৌদি আরবের মক্কা নগরীর পবিত্র মসজিদুল হারামের খতিব ও ইমামের দায়িত্ব পালন করা শায়খ ড. সৌদ আল শুরাইম পদত্যাগ করেছেন। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে মসজিদুল হারাম ও মসজিদে নববী বিষয়ক ওয়েব পোর্টাল হারামাইন শরিফাইন।

খবরে বলা হয়েছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন আল শুরাইম। তবে মসজিদুল হারামের ইমামের পদ থেকে সরে দাঁড়ালেও তারাবি নামাজের ইমাম হিসেবে সাময়িকভাবে দায়িত্ব পালন করতে পারবেন তিনি।

ড. শুরাইম ১৯৬৬ সালে সৌদি আরবের রাজধানী রিয়াদের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৯২ সালে একটি রাজকীয় নির্দেশনায় তিনি মক্কার সর্বোচ্চ কোর্টের বিচারক হিসেবে নিয়োগ পান। এর কিছুদিন পর তিনি সৌদির সাবেক বাদশাহ ফাহাদ বিন আবদুল আজিজের বিশেষ নির্দেশনায় পবিত্র মসজিদুল হারামের ইমাম হিসেবে নিয়োগ পান।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ