নতুন ইসি গঠনে মতামত বা নাম প্রস্তাব করেনি বিএনপিসহ ১৫টি রাজনৈতিক দল। তাদেরকে আবারও নাম প্রস্তাবে আমন্ত্রণ জানানো হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, রবিবার তাদের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
বিকেলে (১২ ফেব্রুয়ারি) বিশিষ্ট নাগরিকদের সাথে দু’দফা বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব এ কথা বলেন। জানান, বিশিষ্টজনদের বিভিন্ন পরামর্শ নেয়া হয়েছে। দুটি বৈঠকে প্রায় ৩ ঘণ্টার মতো আলোচনা হয়েছে। প্রথম দফায় ছিলেন ১৪ জন, আর দ্বিতীয় দফায় উপস্থিত ছিলেন ১১ জন বিশিষ্ট ব্যক্তি। তাদের পক্ষ থেকে বেশ কিছু পরামর্শ এসেছে। সবারই মূল বক্তব্য হলো, এমন একটি নির্বাচন কমিশন গঠন করা যাতে সবার আস্থাভাজন হয়। ভালো একটা নির্বাচনের জন্য তারা পদক্ষেপ নিতে পারেন।
মন্ত্রিপরিষদ সচিব জনান, তাদের সবার পরামর্শ নোট করা হয়েছে। রবিবার বিকেল চারটার পর সার্চ কমিটি বৈঠকে বসে বিস্তারিত আলোচনা করবে।
খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে ১৩৬ জন, পেশাজীবীদের কাছ থেকে ৪০ জন, ব্যক্তিগতভাবে ৩৪ জন এবং বিভিন্ন ই-মেইলের মাধ্যমে ৯৯ জনের নাম পেয়েছে সার্চ কমিটি।
নামগুলো প্রকাশ করা হবে কি না, এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সার্চ কমিটি বৈঠকে বসে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
বিএনএ/ এ আর