ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ( আইপিএল) ২০২২-এর নিলামের প্রথম দিন দল পেলেন না বিশ্বের একাধিক তারকা ক্রিকেটার। তাঁদের মধ্যে অন্যতম বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। দল না পাওয়াদের মধ্যে রয়েছেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার স্টিভ স্মিথ, দক্ষিণ আফ্রিকার ব্যাটার ডেভিড মিলার এবং ভারতের সুরেশ রায়না।
সাকিব আল হাসানকে নিয়ে প্রতিবছর আইপিএলেই আগ্রহ থাকে। আইসিসি-র টি টোয়েন্টি ক্রিকেটের অলরাউন্ডারদের ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন শাকিব। এক দিনের ক্রিকেটে অলরাউন্ডারদের ক্রমতালিকায় রয়েছেন শীর্ষে। তাও আইপিএলের কোনও দলই তাঁকে নিতে আগ্রহ দেখাল না প্রথম দিন। সাকিবের বেজ রেট ছিল ২কোটি রুপি।
তবে
৫ কোটি ৭৫ লক্ষে দীপক হুডাকে কিনল লখনউ।
১০ কোটি ৭৫ লক্ষে বেঙ্গালুরুতে ফিরলেন হর্ষল পটেল।
কোটি ৭৫ লক্ষে লখনউ নিল জেসন হোল্ডারকে।
৮ কোটি টাকা দিয়ে কলকাতা ফেরাল নীতীশ রানাকে।
৪ কোটি ৪০ লক্ষে ব্রাভোকে ফের কিনে নিল চেন্নাই।
যে কারণে সাকিবকে কোন দল নিল না: সাকিব আল হাসানকে নিয়ে আইপিএলের নিলামে আজ টানাটানি হবার সম্ভাবনা থাকলেও সেটি হয় নি।সম্ভবত পুরো আইপিএলে খেলার সম্ভাবনা সংশয়ই সাকিবকে কোন দল না কেনার মূল কারণ হতে পারে। আইপিএলের শুরু আর শেষের দিকে যে বাংলাদেশ জাতীয় দলের দুটি সিরিজ আছে! একটি দক্ষিণ আফ্রিকার মাটিতে, অন্যটি নিজেদের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে। এগুলোতে সাকিবের খেলার কথা রয়েছে।
আইপিএলের শুরুর দিনক্ষণ আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয় নি, তবে আগামী ২৭ মার্চই সেটি শুরু হবে বলে ধারণা করা হচ্ছে। দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের তিন ওয়ানডের সিরিজ শুরু হবে ১৮ মার্চ, শেষ হবে ২৩ মার্চ। দুই টেস্টের সিরিজ ৩১ মার্চ শুরু হয়ে শেষ হবে ১২ এপ্রিল, যদিও টেস্ট সিরিজে সাকিব খেলবেন না বলেই গুঞ্জন শোনা যাচ্ছে।
দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে বাংলাদেশ দল নিজেদের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ সেই দুই টেস্ট হবে মে মাসে। তখন আইপিএলের শেষ অংশের খেলা চলবে।
আরও পড়ুন : কে কততে বিক্রি হলো
আইপিএলে সাকিবের রেকর্ড একেবারে খারাপ নয়। কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন সাকিব আল হাসান। আইপিএলে ৭১ ম্যাচে ৭৯৩ রান করেছেন। রয়েছে দু’টি অর্ধশতরানের ইনিংস। ব্যাটিং গড় ১৯.৮২। স্ট্রাইক রেট ১২৪.৪৮। বল হাতে সাকিব নিয়েছেন ৬৩ উইকেট।
বিএনএ নিউজ ২৪,জিএন