22 C
আবহাওয়া
১০:০৯ অপরাহ্ণ - ডিসেম্বর ২৯, ২০২৪
Bnanews24.com
Home » বাড়াতে হবে না শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি: শিক্ষামন্ত্রী

বাড়াতে হবে না শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি: শিক্ষামন্ত্রী


শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির মেয়াদ আর বাড়াতে হবে না। এমন আশাবাদ ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শনিবার (১২ ফেব্রুয়ারি) সকালে বিইউপি ইন্টারন্যাশনাল মডেল কনফারেন্সে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে  এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় ২১ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে সরাসরি পাঠদান কার্যক্রম বন্ধ থাকছে। তবে করোনা পরিস্থিতি খারাপ না হলে বন্ধের মেয়াদ আর বাড়ানোর পরিকল্পনা নেই।

দীপু মনি বলেন, করোনার সংক্রমণের হার কমছে। এটা ভালো খবর। আমরা আশা করছি, এই হার আরও কমবে৷  জানান, করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে মঙ্গলবার নাগাদ বৈঠক হতে পারে। সেখানে সার্বিক অবস্থা পর্যালোচনা করা হবে।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ