27 C
আবহাওয়া
৩:১৮ অপরাহ্ণ - আগস্ট ১৩, ২০২৫
Bnanews24.com
Home » আইপিএল খবর

আইপিএল খবর

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল)

শনিবার(১২ ফেব্রুয়ারি) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের(আইপিএল) নিলাম চলাকালীন সংজ্ঞা হারালেন সঞ্চালক হিউ এডমিডেস। নিলাম চলাকালীন হঠাৎ করেই দাঁড়িয়ে থাকা অবস্থা থেকে মাটিতে পড়ে যান তিনি। সেই সময় শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসরঙ্গর নিলাম চলছিল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১০ কোটি ৭৫ লক্ষ দাম হেঁকেছে তাঁর। সেই অবস্থাতেই সংজ্ঞা হারান হিউ।

সূত্রের খবর, হিউ সুস্থ আছেন। কিছু ক্ষণের মধ্যেই নিলাম শুরু হতে পারে। আড়াই হাজারের বেশি নিলাম করেছেন হিউ। তিনি সংজ্ঞা হারানোর আগে ১৯ জন ক্রিকেটার এ বারের নিলামে বিক্রি হয়েছেন। কলকাতা কিনেছে শ্রেয়স আয়ার, প্যাট কামিন্স এবং নীতিশ রানাকে।

৫ কোটি ৭৫ লক্ষে দীপক হুডাকে কিনল লখনউ।

১০ কোটি ৭৫ লক্ষে বেঙ্গালুরুতে ফিরলেন হর্ষল পটেল।

কোটি ৭৫ লক্ষে লখনউ নিল জেসন হোল্ডারকে।

৮ কোটি টাকা দিয়ে কলকাতা ফেরাল নীতীশ রানাকে।

৪ কোটি ৪০ লক্ষে ব্রাভোকে ফের কিনে নিল চেন্নাই।

bnanews24,GN

 

Loading


শিরোনাম বিএনএ