25 C
আবহাওয়া
৪:৫২ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » লাল কাপড়ের সংকেতে দুর্ঘটনা থেকে রক্ষা পেল উত্তরা এক্সপ্রেস

লাল কাপড়ের সংকেতে দুর্ঘটনা থেকে রক্ষা পেল উত্তরা এক্সপ্রেস

রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস

লাল কাপড়ের সংকেতে দুর্ঘটনা থেকে রক্ষা পেল রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস। ঘটনাটি ঘটেছে শনিবার (১২ফেব্রুয়ারি ২০২২) সকালে  রাজশাহীর বাঘা উপজেলার আড়ানীতে। ট্রেনটিতে তিন শতাধিক যাত্রী ছিল।

শনিবার আড়ানী স্টেশন এলাকার বড়াল নদীর ব্রিজের পশ্চিম দিকে রেললাইন ভেঙে যায়। স্থানীয় জনগণ তা দেখে আড়ানী-পুঠিয়া সড়কের রেলের অস্থায়ী গেটম্যান লায়েব উদ্দিনকে জানান।

আড়ানী রেল স্টেশন মাষ্টার সদরুল আলম সাংবাদিকদের বলেন, রাজশাহী রুটের বাঘা উপজেলার আড়ানী বড়াল নদীর ব্রিজের পশ্চিম দিকে প্রায় নয় ইঞ্চি রেললাইন ভাঙা দেখতে পায় আড়ানী-পুঠিয়া সড়কের রেলের অস্থায়ী গেটম্যান লায়েব উদ্দিন। বিষয়টি তাকে(স্টেশন মাষ্টার ) জানানোর আগেই রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস আড়ানী স্টেশন থেকে রওয়ানা হয়েঁ যায়। এ সময় দ্রুত লায়েব উদ্দিনসহ স্থানীয়রা লাল কাপড় উড়িয়ে ট্রেনটিকে দেখায়। তা দেখে ভাঙা স্থান থেকে ট্রেনটি প্রায় ৫০০ মিটার দূরে থেমে যায়।

বিএনএ নিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ