28 C
আবহাওয়া
৯:৫৭ অপরাহ্ণ - আগস্ট ৭, ২০২৫
Bnanews24.com
Home » কোরআন হাদীসের আলোকে জীবন গড়ার আহবান

কোরআন হাদীসের আলোকে জীবন গড়ার আহবান

আঞ্জুমানে ইসলামিয়া হাফেজিয়া

সাতকানিয়া প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় আঞ্জুমানে ইসলামিয়া হাফেজিয়া কমপ্লেক্সের বার্ষিক সভা ও সীরতুন্নবী মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সকালে কমপ্লেক্সের সভাপতি আলহাজ সামশুল আলমের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ও ইসলামী ব্যাংক সুপারভাইজারি বোর্ডের চেয়ারম্যান ড. মাওলানা গিয়াস উদ্দীন তালুকদার।

আঞ্জুমানে ইসলামিয়া হাফেজিয়া কমপ্লেক্সের সাধারণ সম্পাদক সৈয়দ বোরহান উদ্দীন আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, সাতকানিয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ-উন-নবী খোকন, স্থানীয় সমাজসেবক রফিকুল আলম, মুহাম্মদ সৈয়দ নুর চৌধুরী, সেলিম উল্লাহ (সেলিম), সাবেক কাউন্সিলর নেচার উদ্দীন আহমদ চৌধুরী, বর্তমান কাউন্সিলর আরাফাত উল্লাহ, শফিউল আযম, অধ্যক্ষ হারুনুর রশিদ, অধ্যাপক নুরুল ইসলাম, মাঝের মসজিদের খতিব মাওলানা মো. ফরিদুল আলম, পেশ ইমাম মাওলানা মাহমুদ হাসান, হারুনুর রশিদ চৌধুরী, সৈয়দ আহমদ, সৈয়দ আবুল হাশেম প্রমুখ। বিশেষ বক্তা ছিলেন আমিরাবাদ সুফিয়া আলিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহাদাত হোসাইন।

এতে বক্তারা বলেন, ইসলাম ধর্ম আমাদের নীতি ও নৈতিকতার শিক্ষা দেয়। কোরআন হাদীসের আলোকে জীবন গড়ে আল্লাহর সন্তুষ্টিই আমাদের লক্ষ্য হওয়া উচিত।

অনুষ্ঠান শেষে আঞ্জুমানে ইসলামিয়া হাফেজিয়া এতিমখানার সাত হাফেজ ছাত্রকে পাগড়ী পরিয়ে দেন অতিথিরা। এছাড়া দিনব্যাপী এই অনুষ্ঠানে কমপ্লেক্সের আওতাধীন অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরও পুরস্কৃত করা হয়।

সৈয়দ মাহফুজ-উন নবী খোকন

Loading


শিরোনাম বিএনএ
শরিয়তবিরোধী কোনো আইন প্রণীত হবে না: সালাহউদ্দিন আহমদ শাহজালাল বিমানবন্দরে ১২ কোটি টাকার স্বর্ণ জব্দ ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল: ইসি সচিব বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্যসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ঢাকায় ‘নো ফ্লাই জোনে’ ২৬৩ অবৈধ উঁচু ভবন: বেবিচক চেয়ারম্যান ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪০৮ নির্বাচন পদ্ধতি অনিশ্চিত: ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না! জুলাই আন্দোলনে নিহত ৬ মরদেহ আঞ্জুমান মফিদুলে হস্তান্তর বেরোবির সাবেক উপাচার্য অধ্যাপক কলিমউল্লাহ গ্রেপ্তার টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে আবারও জলাবদ্ধতা, ভেঙেছে কালভার্ট