21 C
আবহাওয়া
১০:১০ অপরাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » মুগদায় কিশোরের ছুরিকাঘাতে কিশোর খুন

মুগদায় কিশোরের ছুরিকাঘাতে কিশোর খুন


বিএনএ, ঢাকা : রাজধানীর মুগদার মান্ডায় প্রতিপক্ষ কিশোরদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে  মোঃ হাসান (১৬) নামে এক কিশোর নিহত হয়েছেন। শুক্রবার (১২ ফেব্রুয়ারী) রাত ৭টয় এ ঘটনাটি ঘটে।

নিহত হাসান একটি প্রিন্টিং প্রেসের কর্মচারী ছিল। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার দেবিদার উপজেলায় ভারারা গ্রামে। সে মোঃ আশরাফুলের ছেলে। মুগদার মান্ডা সাবেদ আলীর ভাড়া বাসায় পরিবারের সাথে থাকতো। তিন ভাই এক বোনের মধ্যে সে ছিল তৃতীয়।

স্থানীয়রা জানায়, গুরুতর আহত অবস্থায় বন্ধুরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসলে রাত রাক পোনে আটটায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয় বলেন, হাসানের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে। এ ঘটনায় বেলাল নামের কিশোরকে আটক করে ঢামেক ক্যাম্পে আটক করেছে। এ ছাড়া উভয়পক্ষের আরও ৫জন কিশোরকে ঢামেকে জিজ্ঞাসাবাদের জন্য রাখা হয়েছে।

আটক বেলালের দাবি, সাগর, চানমনি সহ ৭/৮ জন মিলে হাসান কে কুপিয়েছে। নিহত হাসান জুনিয়র ছেলে । আমাকে ছুরিকাঘাত করেছে।

নিহতের বড় ভাই মোঃ হাবিব জানান, মান্ডার লেক তুষার শাহ আলমের গলিতে ৬/৭ জন তার ভাই হাসান কে কুপিয়ে হত্যা করেছেন।

বিএনএনিউজ/ এসকেকে/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ