বিএনএ,বিশ্বডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুল উপকণ্ঠে জাতিসংঘের একটি গাড়িবহরে হামলায় সন্ত্রাসী হামলায় ৫ জন নিহত হয়েছে।নিহতরা সবাই আফগান নিরাপত্তা বাহিনীর সদস্য ছিলেন। তারা জাতিসংঘের ওই গাড়িবহরের নিরাপত্তার দায়িত্বে ছিলেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আলজাজিরা।
সংবাদ মাধ্যমটি জানায়,বৃহস্পতিবার(১১ ফেব্রুয়ারি) কাবুল থেকে প্রায় ৬০ কিলোমিটার পূর্বে সুরোবি জেলার তাং-এ-হাব্রেশিম এলাকায় জাতিসংঘের গাড়িবহরে হামলা চালায় সন্ত্রাসীরা। সে সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এতে গাড়ি চালকসহ ৫ আরোহী প্রাণ হারান।
আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দাবি করেছেন, এ হামলার সঙ্গে সন্ত্রাসী সংগঠন তালেবান জড়িত। তবে অভিযোগ অস্বীকার করেছে সশস্ত্র সংগঠনটি।
আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন (ইউএনএএমএ) টুইটারে প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, বৃহস্পতিবারের ঘটনায় আফগান নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে জাতিসংঘ।হামলায় জাতিসংঘের কোনও কর্মকর্তা হতাহত হননি বলেও নিশ্চিত করেছে ইউএনএএমএ।
প্রায় এক বছর আগে মার্কিন সেনা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের সঙ্গে তালেবানের চুক্তির পর থেকে আফগানিস্তানে বিদেশি বাহিনী ও কর্মকর্তাদের ওপর হামলার ঘটনা খুব একটা দেখা যায়নি। তবে গত কয়েক সপ্তাহ ধরে সেখানে আবারও হামলা-সহিংসতা বেড়ে গেছে।
বিএনএনিউজ/আরকেসি