বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের রিয়াজুদ্দীন বাজারের স্টেশন রোডে অবস্থিত নুপুর শপিংয়ে ভয়াবহ আগুন লেগেছে। বৃহস্পতিবার(১২ জানুয়ারি) আগুন নির্বাপনে ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিট একযোগে কাজ করছে। বিকেল সাড়ে ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়।
মার্কেটটিতে নিচতলা ও দোতলায় পাইকারী জুতার দোকান, উপরে আবাসিক ফ্ল্যাট রয়েছে। তাছাড়া ব্যবসা প্রতিষ্ঠানের বহু গুদাম রয়েছে।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে রেল স্টেশনের বিপরীতে ওই মার্কেটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিট সেখানে গিয়ে আগুন নেভাতে কাজ শুরু করে।
আগুন লাগার পর সেখানে প্রচুর ধোঁয়ার সৃষ্টি হয়েছে। আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য ফায়ার সার্ভিস তাৎক্ষণিকভাবে দিতে পারেনি।
বিএনএ/ ওজি, জিএন