21 C
আবহাওয়া
৮:৩৭ অপরাহ্ণ - জানুয়ারি ১৩, ২০২৫
Bnanews24.com
Home » ঢাকার মেট্রোরেলে যাত্রীর সন্তান প্রসব

ঢাকার মেট্রোরেলে যাত্রীর সন্তান প্রসব

মেট্রোরেলে সন্তান জন্ম

ঢাকা: রাজধানীর আগারগাঁও স্টেশনে সন্তানের জন্ম দিলেন সোনিয়া রানি রায় নামে একযাত্রী। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় আগারগাঁও স্টেশনে এ ঘটনা ঘটে।

চিকিৎসকের কাছে যাবার জন্য মেট্রোরেলে উঠেন তিনি।

হঠাৎ তার প্রসব বেদনা চূড়ান্তভাবে বেড়ে গেলে রেলের ফার্স্ট এইড সেন্টারে স্বাভাবিকভাবে সন্তানপ্রসব করেন ওই নারী যাত্রী।

সন্তান প্রসবে সার্বিক সহযোগিতা দেন কয়েকজন মহিলা যাত্রী, রোভার স্কাউট ও মেট্রোরেলের রেলের ফার্স্ট এইড সেন্টারে কর্মরতরা।

সোনিয়ার স্বামী সুকান্ত সাহা সাংবাদিকদের জানান,  সন্তান প্রসবের জন্য সকালে হাসপাতালে ভর্তির জন্য বাসা থেকে রেলযোগে যাচ্ছিলাম। পরে মেট্রোরেলেই প্রসব বেদনা তীব্র হয়ে উঠে সোনিয়ার। সেখানে সন্তান প্রসবের জরুরি ব্যবস্থা করা হয়। সোনিয়া পুত্র সন্তানের জন্ম দেন।

সুকান্ত সাহা বলেন, এরপর মেট্রোরেল কর্তৃপক্ষই অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে হাসপাতালে নিয়ে যেতে সহযোগিতা দিয়েছেন। মা এবং ছেলে দুইজনেই সুস্থ আছে।

গত ২৮ ডিসেম্বর হতে ঢাকার প্রথম মেট্রোরেল আগারগাঁ ও উত্তরার দিয়াবাড়ী স্টেশনের মধ্যে চলাচল করছে।

বিএনএনিউজ,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ