16 C
আবহাওয়া
৫:১৯ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » দেশে ২৪ ঘন্টায় করোনায় প্রাণ হারালেন ১৬ জন

দেশে ২৪ ঘন্টায় করোনায় প্রাণ হারালেন ১৬ জন


বিএনএ,ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনা ভাইরাস।সবাই হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ১০ জন ও নারী ছয়জন।মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়,গত ২৪ ঘণ্টায় মৃত ১৬ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব একজন,পঞ্চাশোর্ধ্ব একজন এবং ৬০ বছরের ঊর্ধ্বে ১৪ জন রয়েছেন।

মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ১০ জন, চট্টগ্রাম বিভাগে একজন, রাজশাহী বিভাগে একজন, খুলনা বিভাগে একজন, সিলেট বিভাগে দুজন ও ময়মনসিংহ বিভাগে একজন।এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন সাত হাজার ৮১৯ জন।মোট মৃতের মধ্যে পুরুষ পাচঁ হাজার ৯৩৭ জন (৭৫ দশমিক ৯৩ শতাংশ) ও নারী এক হাজার ৮৮২ জন (২৪ দশমিক ০৭ শতাংশ)।

মঙ্গলবার(১২ জানুয়ারি)বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়,২৪ ঘন্টায় নতুন করে ৭১৮ রোগী শনাক্ত হয়েছে।ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫ লাখ ২৪ হাজার ২০ জনে।একই সময়ে সুস্থ হয়েছেন ৯৬৩ জন।এ নিয়ে মোট চার লাখ ৬৮ হাজার ৬৮১ জন করোনা রোগী সুস্থ হলো।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১৯৪টি পরীক্ষাগারে ১৪ হাজার ৭৯১টি নমুনা সংগ্রহ এবং ১৪ হাজার ৩৬৩টি নমুনা পরীক্ষা করা হয়।ফলে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ লাখ ৮৫ হাজার ৭৭৯টি।২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৫ শতাংশে নেমেছে।গত বছরের ৫ এপ্রিলের পর এটাই সর্বনিম্ন শনাক্তের হার।এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৫ দশমিক ৪৮ শতাংশ।রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৪৪ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিএনএনিউজ/আরকেসি

 

 

Loading


শিরোনাম বিএনএ