26 C
আবহাওয়া
৯:০১ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৪
Bnanews24.com
Home » চাঁদে যাচ্ছেন ডিজে, পপ তারকা, ইউটিউবারের দল

চাঁদে যাচ্ছেন ডিজে, পপ তারকা, ইউটিউবারের দল

মহাকাশ

বিএনএ বিশ্ব ডেস্ক: একজন ডিজে, কে-পপ র‌্যাপার এবং একজন স্পেস ইউটিউবার চাঁদের চারপাশে বেড়াতে যাচ্ছেন। একজন জাপানি ধনকুবের এক ব্যক্তিগত স্পেসএক্স ফ্লাইটের জন্য এদের বাছাই করেছেন।

গত বছর বিশ্বব্যাপী সৃজনশীল ব্যক্তিত্বদের খুঁজে বের করার এক অনুসন্ধান শেষ হওয়ার পর বিলিওনেয়ার ইউসাকু মায়েজাওয়া শুক্রবার এই ফ্লাইটের ক্রুদের পরিচয় প্রকাশ করেছেন। খবর বিবিসির

আমেরিকান ডিজে স্টিভ আওকি এবং টপ নামে এক কোরিয়ান তারকা বাছাইকৃতদের মধ্যে সবচেয়ে সুপরিচিত। ফ্লাইটটি আগামী বছর উড়বে বলে ঠিক করা হয়েছে এবং ১৯৭২ সালের পর এটাই হবে মানুষের প্রথম চন্দ্র ভ্রমণ।

এই ফ্লাই-বাই ভ্রমণে মহাকাশযানটি চাঁদের পিঠের ২০০ কিলোমিটার (১২৪ মাইল)-এর মধ্যে এসে চারপাশে বৃত্তাকারে ঘুরবে। এই ভ্রমণের মোট সময় লাগবে আট দিন।

তবে, মার্কিন নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ইলন মাস্কের স্পেসএক্স কোম্পানির স্টারশিপ রকেটের ফ্লাইটে এই ক্রুদের ভ্রমণের ব্যাপারে এখনও কোন অনুমতি দেয়নি।

বিএনএনিউজ২৪/এমএএইচ

Loading


শিরোনাম বিএনএ