বিএনএ,চট্টগ্রাম : চট্টগ্রামে হাঁটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মিজান (২৮) নামে এক টেম্পো চালকের মৃত্যু হয়েছে।শুক্রবার (১০ ডিসেম্বর) গভীর রাতে পাহাড়তলী থানার ফইল্লাতলি বাজার আরাফাত বেকারির পেছনে এ ঘটনা ঘটে। নিহত মিজান ওই এলাকার মোহাম্মদ শামসুর ছেলে।
পাহাড়তলী থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, রাতে দেড়টার দিকে মিজান নামে এক টেম্পো চালক বিদ্যুৎস্পৃষ্ট হন। মুমূর্ষু অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে বলে তিনি জানান।
বিএনএনিউজ২৪.কম/এনএএম