21 C
আবহাওয়া
৮:২৫ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » তুরস্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

তুরস্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের কোভিড মোকাবেলায় অন্যান্য দেশের চেয়ে অধিক সফল : পররাষ্ট্রমন্ত্রী

বিএনএ, ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে পার্ক উদ্বোধন করতে দুই দিনের সফরে তুরস্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। শনিবার (১১ ডিসেম্বর) রাতে তুরস্কের উদ্দেশ্যে দেশ ছাড়বেন তিনি।

গণমাধ্যমকে বিষয়টি পররাষ্ট্রমন্ত্রী নিজেই নিশ্চিত করেছেন। তিনি জানান,  তুরস্কের রাজধানী আঙ্কারায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি আবক্ষ ভাস্কর্য ও একটি উদ্যান গড়ে তোলা হয়েছে। আগামী সোমবার (১৩ ডিসেম্বর) পার্কটি উদ্বোধন করতে যাব।

তুরস্ক সফরকালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসুগ্লুর সঙ্গে বৈঠক হতে পারে ড. মোমেনের। করোনা মহামারির মধ্যে গত বছরের সেপ্টেম্বরে তুরস্ক সফর করেন পররাষ্ট্রমন্ত্রী। সেই সফরে তুরস্কের আঙ্কারায় বাংলাদেশ মিশনে ‘বাংলাদেশ ভবন’ উদ্বোধন করেন ড. মোমেন।

বিএনএ/ এমএফ

Loading


শিরোনাম বিএনএ