18 C
আবহাওয়া
৮:৪৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৩, ২০২৫
Bnanews24.com
Home » ১৪ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৪ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মাতারবাড়িতে ১৪ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিএনএ, কক্সবাজার:   মহেশখালীর মাতারবাড়িতে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটসহ  ১৪ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শনিবার (১১ নভেম্বর) বিকেল ৪টার দিকে এ সব প্রকল্পের উদ্বোধন করেন তিনি। এ সময় চারটি নতুন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন তিনি।

এরপর কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি টাউনশিপ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।

মাতারবাড়ির ১ হাজার ৬০০ একরের পরিত্যক্ত লবণ মাঠে নির্মাণ করা হয়েছে দেশের বৃহৎ ১ হাজার ২০০ মেগাওয়াট ধারণক্ষমতার এ তাপবিদ্যুৎকেন্দ্র। প্রায় ৫১ হাজার ৯৮৪ কোটি টাকা ব্যয়ে বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করা হয়েছে। এর মধ্যে জাপান ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (জাইকা) দিচ্ছে প্রায় ৪৩ হাজার ৯২১ কোটি টাকা।

এর আগে তাপবিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট পরীক্ষামূলকভাবে উৎপাদন শুরু হয়েছিল চলতি বছরের ২৯ জুলাই। প্রথমদিনে ১৫০ মেগাওয়াট পর্যন্ত উৎপাদন হয়। ২০২৪ সালের এপ্রিল থেকে প্ল্যান্টটি পুরো মাত্রায় উৎপাদনে যাওয়ার কথা রয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ