25 C
আবহাওয়া
১২:২০ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » যে ছবিতে প্রেম নেই, নেই নায়ক নায়িকাও

যে ছবিতে প্রেম নেই, নেই নায়ক নায়িকাও

যে ছবিতে প্রেম নেই, নেই নায়ক নায়িকাও

বিনোদক ডেস্ক:  শুরু হলো ‘ক্ষমা নেই’ সিনেমার শুটিং। শুরু হলো স্পর্শিয়া-ফেরদৌসের অনুদানের ছবি ‘ক্ষমা নেই’। এই ছবির মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট চিত্রগ্রাহক জেডএইচ মিন্টু। মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের শিল্পীদের নিয়ে ছবিটি শুরু হয়েছে পূবাইল লোকেশনে।

Open photo

পরিচালক জেডএইচ মিন্টু জানান, এ ছবিতে কাজ করছেন দিলারা জামান, ফালগুনি হামিদ, অর্চিতা স্পর্শিয়া, ফেসদৌস, ঝুনা চৌধুরী, মিনু,রিপন, তপন এবং বেশ কয়েকজন মঞ্চাভিনেতা। মঞ্চের শিল্পীরা মুক্তিযোদ্ধা হিসেবে কাজ করছেন।

 

No description available.

পরিচালক জানান তার ছবিতে তিনটি বিষয় একেবারেই নেই।

No description available.
প্রথমত এ ছবিতে কোনো নায়ক নায়িকা নেই, দ্বিতীয়ত তথাকথিত কোনো প্রেম নেই। ক্ষমা নেই ছবির কেন্দ্রীয় চরিত্র ‘বঙ্গবন্ধু’। ছবিটিতে সবাই শিল্পী হিসেবে কাজ করছেন বলেও জানান জেডএইচ মিন্টু।

বিএনএনিউজ২৪, আরআর খান,জিএন

 

Loading


শিরোনাম বিএনএ