31 C
আবহাওয়া
৭:৩৩ অপরাহ্ণ - অক্টোবর ১৬, ২০২৪
Bnanews24.com
Home » বাংলাদেশের বিপক্ষে জয় পেয়ে সেমি-ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশের বিপক্ষে জয় পেয়ে সেমি-ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ

কারিশমা রামহারাক ওম্যান অব দি ম্যাচ হয়েছেন।

স্পোর্টস ডেস্ক:  ওয়েস্ট ইন্ডিজ আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর গ্রুপ বি’তে বাংলাদেশের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে জয় তুলে নিয়ে সেমি-ফাইনালে যোগ্যতা অর্জন করেছে।

ওয়েস্ট ইন্ডিজ ছয় উইকেটে পরাজিত করেছে অফিসিয়াল টুর্নামেন্ট আয়োজক বাংলাদেশকে।

বৃহস্পতিবার(১০ অক্টোবর)রাতে  শারজাহ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে, শারজাহ, সংযুক্ত আরব আমিরাতে ওয়েস্ট ইন্ডিজ টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। বাংলাদেশকে ১০৩-৮ রানে সীমাবদ্ধ রাখে। নিগার সুলতানা জ্যোতি সর্বোচ্চ ৩৯ রান করেন।

হেইলি ম্যাথিউস ইনিংসের নেতৃত্ব দেন এবং ২২ বলে ৩৪ রান করেন।

ওয়েস্ট ইন্ডিজ এখন পর্যন্ত দুই ম্যাচ জিতেছে এবং একটি হেরেছে, অন্যদিকে বাংলাদেশ দ্বিতীয় পরাজয়ের পরও অঙ্কের হিসাবে অগ্রগতির ক্ষীণ সম্ভাবনা ধরে রেখেছে।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ১৬ রানে হারিয়েছিলো স্কটল্যান্ডকে। ওই ম্যাচ জিতে দশ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে জয়ের দেখা পায় টাইগ্রেসরা।

বিশ্বকাপে শুভ সূচনা করলেও দ্বিতীয় ম্যাচেই হারের স্বাদ পায় বাংলাদেশ। ইংল্যান্ডের কাছে ২১ রানে হেরে যায় টাইগ্রেসরা। ২ ম্যাচে ১টি করে জয়-হারে ২ পয়েন্ট নিয়ে পাঁচ দলের গ্রুপে চতুর্থস্থানে আছে বাংলাদেশ।

কারিশমা রামহারাক ওম্যান অব দি ম্যাচ হয়েছেন।

ওয়েস্ট ইন্ডিজের জয়ে গ্রুপ বি’র শীর্ষে তিনটি দল চার পয়েন্ট নিয়ে সমান অবস্থানে রয়েছে, যেখানে ওয়েস্ট ইন্ডিজ নেট রান রেটে দক্ষিণ আফ্রিকার থেকে এগিয়ে আছে। বাকি তিন ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করে এটি গুরুত্বপূর্ণ প্রমাণিত হতে পারে।

গ্রুপ বি’র বাকি ম্যাচসমূহ:

বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা – শনিবার, ১২ অক্টোবর (স্থানীয় সময় সন্ধ্যা ৬টা), দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

ইংল্যান্ড বনাম স্কটল্যান্ড – রবিবার, ১৩ অক্টোবর (স্থানীয় সময় দুপুর ২টা), শারজাহ ক্রিকেট স্টেডিয়াম

ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ – মঙ্গলবার, ১৫ অক্টোবর (স্থানীয় সময় সন্ধ্যা ৬টা), দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কারণে, যদিও তারা টুর্নামেন্ট আয়োজকের মর্যাদা ধরে রেখেছে, ইভেন্টটি সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তরিত করা হয়েছে।

অস্ট্রেলিয়া বর্তমান চ্যাম্পিয়ন এবং তারা সপ্তম টি-টোয়েন্টি শিরোপা জয়ের লক্ষ্যে গ্রুপ এ’তে শীর্ষে রয়েছে।

বাংলাদেশ একাদশ : নিগার সুলতানা (অধিনায়ক), সাথী রানী, দিলারা আকতার, সোবহানা মোস্তারি, তাজ নেহার, স্বর্ণা আকতার, রিতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, নাহিদা আকতার ও মারুফা আকতার।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ : হেইলি ম্যাথুস (অধিনায়ক), স্টাফানি টেলর, কিয়ানা জোসেফ, শেমাইন ক্যাম্পবেল, ডিয়ানন্দ্রা ডোটিন, চিনেল হেনরি, আলিয়া অ্যালেইন, ম্যান্ডি মাংরু, আফি ফ্লেচার, আশমিনি মুনিসার ও কারিশমা রামহারাক।

বিএনএ, এসজিএন/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ