22 C
আবহাওয়া
১১:০০ পূর্বাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৪
Bnanews24.com
Home » আমরা শুধু মেয়েদেরকেই আচার-আচরণ শেখানোর চেষ্টা করি, এটা ভুল: ইউএনও সাতকানিয়া

আমরা শুধু মেয়েদেরকেই আচার-আচরণ শেখানোর চেষ্টা করি, এটা ভুল: ইউএনও সাতকানিয়া

সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস

বিএনএ,সাতকানিয়া : সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস বলেছেন, আমরা শুধু মেয়েদেরকেই নানা আচার-আচরণ শেখানোর চেষ্টা করি। এটা ভুল। ছেলেদেরও শেখাতে হবে। ওদের বুঝাতে হবে রাস্তাঘাটে চলাফেরার সময় মেয়েদের মনে করতে হবে তোমাদের বোন। প্রত্যেক মেয়েকে, প্রত্যেক মানুষের প্রতি পারষ্পরিক যে সম্পর্ক তা বজায় রাখতে হবে। ছোটকাল থেকে এগুলো শেখানো গেলে আর কোন সমস্যা নেই। তবুও কেউ কেউ বখে যায়, সেটা ভিন্নকথা।

বুধবার(১১অক্টোবর) সকালে সাতকানিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ইউএনও মিল্টন বিশ্বাস বলেন, অনেকে দেখা যায় অনেক ভালো স্টুডেন্ট, সে শুধু পড়াশোনা নিয়েই থাকে। কিন্তু রাস্তা দিয়ে হাঁটছে কোন একটা ছেলে তাকে খারাপ কথা বললো, ডিস্টার্ব করলো। সে বাসায় ফিরে কান্না করলো, মাকে জানালো। এতে বখাটে ছেলেগুলো আরও সাহস পেয়ে গেল। সে যাতে সেখানেই দাঁড়িয়ে ভদ্রভাবে প্রতিবাদ করে তার জন্য শেখাতে হবে, সাহস দিতে হবে।’

তিনি মেয়েদের শিক্ষিত ও আত্মপ্রত্যয়ী করে গড়ে তুলতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল কান্তি পালের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক জালাল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম উদ্দিন, উপজেলা সহকারী প্রোগ্রামার মো. আনোয়ার হোসেন, সাতকানিয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ-উন নবী খোকন, ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা হুমায়ুন কার্ণায়েন, বিদ্যালয়ের অভিভাবকদের মধ্যে কামাল উদ্দীন ও দুবাই প্রবাসী মো. মোরশেদ।

বিএনএনিউজ২৪, এসএমএনকে, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ