34 C
আবহাওয়া
৬:০৯ অপরাহ্ণ - জুন ২৪, ২০২৪
Bnanews24.com
Home » মধ্যরাতে বিএনপি নেতা এ্যানিকে তুলে নেয়ার অভিযোগ

মধ্যরাতে বিএনপি নেতা এ্যানিকে তুলে নেয়ার অভিযোগ


বিএনএ, ঢাকা: বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্যসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে তার ধানমন্ডির বাসা থেকে তুলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১১ অক্টোবর) রাত ২টার দিকে বাসা থেকে পুলিশ তাকে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন।

তবে তুলে নেয়ার আগে এ্যানি জানান, পুলিশ দরজায় লাথি মারছে। হুমকি দিচ্ছে দরজা না খুললে দরজা ভেঙে ঢুকে আমাকে গুলি করবে। আমি সব মামলায় জামিনে আছি বর্তমানে, তারপরও তারা বেআইনি ভাবে আমাকে তুলে নেয়ার চেষ্টা করছে।

এ ব্যাপারে একাধিকবার ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ