বিএনএ বিশ্ব ডেস্ক: অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে মালয়েশিয়া সরকার। সেইসঙ্গে দেশটির পার্ক এবং বিনোদনকেন্দ্রগুলো খুলে দেয়া হয়েছে। প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৯০ শতাংশ মানুষ করোনা টিকার দ্বিতীয় ডোজ সম্পন্ন করায় সোমবার থেকে আন্তঃরাজ্য ও বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেয় দেশটির সরকার।
এদিকে, করোনা আবহে দীর্ঘদিন বন্ধ থাকার পর বিনোদন কেন্দ্রগুলো খুলে দেয়ায় স্থানীয়দের পাশাপাশি প্রবাসীরাও সেখানে ভিড় করছেন।
করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকায় একেবারে নিস্তব্ধ ছিল বিনোদন কেন্দ্রগুলো। কোনো দর্শনার্থীকে সেখানে প্রবেশ করতে দেয়া হয়নি। তবে এখন আবারও দর্শনার্থীদের পদচারণায় বাড়ছে কোলাহল।
বিএনএনিউজ/আরকেসি