বিএনএ, ঢাকা : রাজনৈতিক সংকট এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে নেপালে আটকে পড়া বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সদস্যরা দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টম্বর) সন্ধ্যায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমানে দেশে ফেরেন তারা।
সশস্ত্র বাহিনী বিভাগের অপারেশন্স ও পরিকল্পনা পরিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আলীমুল আমীন সংবাদ সম্মেলনে জানান, বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে সশস্ত্র বাহিনী বিভাগকে অনুরোধ করার পর জরুরি ভিত্তিতে একটি বিশেষ বিমান নেপালে পাঠানো হয়।
জানানো হয়, “নেপাল থেকে প্রত্যাবর্তনকারী মোট ৫৫ জন সদস্যদের মধ্যে ৩৮ জন খেলোয়াড়, কোচ, টিম অফিসিয়াল ও ডেলিগেট, ১৬ জন ক্রীড়া সাংবাদিক এবং ০১ জন ছাত্র সমন্বয়ক রয়েছেন।”
নেপাল জাতীয় ফুটবল দলের সাথে দুটি ম্যাচ খেলতে গত তেসরা সেপ্টেম্বর দেশটিতে যায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সদস্যরা।
বিএনএনিউজ/এইচ.এম।