14 C
আবহাওয়া
৮:০৯ পূর্বাহ্ণ - জানুয়ারি ৩, ২০২৫
Bnanews24.com
Home » বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজনের পদত্যাগ

বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজনের পদত্যাগ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদ থেকে সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন পদত্যাগ করেছেন। বুধবার(১১সেপ্টেম্বর) বিসিবির একটি সূত্র এ খবর নিশ্চিত করেছে, তবে তার পদত্যাগের কারণ সম্পর্কে বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেন।

পদত্যাগের আগে, সুজন ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী লিমিটেডের প্রধান কোচ হিসেবে কাজ করছিলেন। তিনি বিপিএলে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির কোচিং দায়িত্বও পালন করেছেন এবং বর্তমানে রাজশাহীতে বাংলা ট্র্যাক একাডেমিরও দায়িত্বে আছেন।

বড় টুর্নামেন্টের সময় দলের সাথে একজন টিম ডিরেক্টর পাঠানো হয়, এবং বেশিরভাগ ক্ষেত্রে এই দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। সাম্প্রতিক ওয়ানডে বিশ্বকাপে এই দায়িত্বে ছিলেন তিনি।

সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের গঠনের পর বিসিবিতে সভাপতি পদে পরিবর্তন হয়েছে। নাজমুল হাসান পাপনের জায়গায় সাবেক অধিনায়ক ফারুক আহমেদ নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। এর আগে বিসিবি পরিচালক পদ থেকে সরে দাঁড়িয়েছেন সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়ও।

বিএনএনিউজ২৪,এসজিএন/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ