28 C
আবহাওয়া
৬:৫৪ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » এফবিসিসিআই সভাপতির পদত্যাগ, প্রশাসক নিয়োগ

এফবিসিসিআই সভাপতির পদত্যাগ, প্রশাসক নিয়োগ

মাহবুবুল আলম

ঢাকা: ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর সভাপতি মাহবুবুল আলম পদত্যাগ করেছেন।

বুধবার(১১ সেপ্টেম্বর) সকালে বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, মাহবুবুল আলম ই-মেইলের মাধ্যমে বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠনের ডিটিওর কাছে তার পদত্যাগপত্র পাঠিয়েছেন।

সূত্র জানায়, পদত্যাগের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত পদস্থ কর্মকর্তারা আজকেই গণমাধ্যমকে জানাবেন। হয়তো সেখানে একজন প্রশাসক নিয়োগ দেয়া হতে পারে।

মাহবুবুল আলম বর্তমানে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং সেখান থেকেই তিনি তার পদত্যাগপত্র পাঠিয়েছেন।

মাহবুবুল আলম এফবিসিসিআই সভাপতি নির্বাচিত হবার আগে বন্দর শহর চট্টগ্রাম চেম্বারের সভাপতি ছিলেন দীর্ঘদিন।

এফবিসিসিআই এর প্রশাসক নিয়োগ

‘বাণিজ্য সংগঠন আইন ২০২২’ এর ১৭ ধারা মোতাবেক বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য (অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব) মো: হাফিজুর রহমানকে বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর প্রশাসক নিয়োগ করা হয়েছে।

বুধবার(১১ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মহাপরিচালক বাণিজ্য সংগঠন) ড. নাজনীন কাউসার চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়েছে নিয়োগকৃত প্রশাসক ১২০ (একশত বিশ) দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করবে।

বিএনএনিউজ২৪,এসজিএন/হাসনা

Loading


শিরোনাম বিএনএ