বিএনএ, ঢাকা : ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতায় তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। মঙ্গলবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত ঢাকাসহ সব মহানগরে লিফলেট বিতরণ করবে দলটি।
সোমবার (১১ সেপ্টম্বর) বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী জানান, ‘আগামী মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন।’
ডেঙ্গু অস্বাভাবিক হারে বেড়েছে উল্লেখ করে রিজভী বলেন, ‘ডেঙ্গুতে মৃত্যু কমছে না। বর্ষা ও শরতে ডেঙ্গুর প্রকোপ বেশি বাড়ে। সেপ্টেম্বর মাসের শুরু থেকেই ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা অস্বাভাবিক হাড়ে বেড়েছে। গণমাধ্যমের হিসাব অনুযায়ী, এ বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১ লাখ ৪৫ হাজারের বেশি মানুষ।’
রিজভী জানান, বেলা তিনটায় মহানগর উত্তরের মিরপুর-১ নম্বরে মুক্তিযোদ্ধা সুপার মার্কেট-সংলগ্ন রবিউল টাওয়ারের সামনে কর্মসূচির উদ্বোধন করবেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বুধবার বিকেলে খিলগাঁও এলাকায় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, একই সময়ে মিরপুর পল্লবীর ১১ নম্বর সেকশনের বায়তুল মোয়াজ্জেম জামে মসজিদের সামনে গয়েশ্বর চন্দ্র রায় এই কর্মসূচির উদ্বোধন করবেন। বৃহস্পতিবার বিকেলে ঢাকা দক্ষিণের কদমতলী এলাকায় আমীর খসরু মাহমুদ চৌধুরী, একই সময় ঢাকা উত্তরের বনানী কাঁচাবাজারের সামনে প্রচারপত্র বিতরণ করবেন নজরুল ইসলাম খান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, কেন্দ্রীয় নেতা ফরহাদ হালিম, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন প্রমুখ।
বিএনএনিউজ/এইচ.এম।