20.7 C
আবহাওয়া
৪:৩৫ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » মিরসরাইয়ের অবৈধ করাত কল সিলগালা করলো ইউএনও

মিরসরাইয়ের অবৈধ করাত কল সিলগালা করলো ইউএনও

মিরসরাইয়ের অবৈধ করাত কল সিলগালা করলো ইউএনও

বিএনএ, মিরসরাই: মিরসরাই উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বৈধ কাগজপত্র না থাকায় ৩টি করাত কল বন্ধ করে দিয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)।

রোববার (১১ সেপ্টম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলার মায়ানি ও আনন্দ বাজার এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়।

উপজলা নির্বাহী কর্মকর্তার অফিস সূত্রে জানা যায়, করাতকল বিধিমালা আইন অনুযায়ী মায়ানী ইউনিয়ন এলাকায় ও সাহেখালী ইউনিয়নের আনন্দ বাজার এলাকায় দুটি পৃথক অভিযান পরিচলনা করা হয়। এতে সাহেরখালী ইউনিয়নের আনন্দ বাজার এলাকার করাত কল মালিক সিরাজ ও কবির হোসেন তাদের পরিচালিক করাত কলের বৈধ কাগজ পত্র না দেখাতে পারায় ২টি করাতকল সিলগালা করা হয়। এছাড়া একই বিধিমালায় বৈধ কাগজ দেখাতে না পারায় মায়ানি ইউনিয়নের আবুতোরাব বাজারের কামাল পাশা পরিচালিত করাতকে সিলগালা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান জানান, আমরা করাতকল বিধিমালা আইন অনুযায়ী উপজেলার আনন্দ বাজার ও আবুতোরাব বাজারে ৩টি করাত কল সিলগালা করেছি। উপজেলার অন্যন্য অবৈধ করাত কলের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়া হবে ধারাবাহিক অভিযানের মাধ্যমে।

বিএনএ/আশরাফ, এমএফ

Loading


শিরোনাম বিএনএ