18 C
আবহাওয়া
২:৪১ পূর্বাহ্ণ - জানুয়ারি ২০, ২০২৫
Bnanews24.com
Home » বোয়ালখালীতে যুবককে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই

বোয়ালখালীতে যুবককে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই

বোয়ালখালীতে যুবককে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই

বিএনএ, বোয়ালখালী : চট্টগ্রামের বোয়ালখালী পৌর সদরে মো. জাবেদ (২৫) নামের এক যুবককে ছুরিকাঘাত করে ৩ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারিরা। শনিবার (১০ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে পৌর সদরের আল মদিনা মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

আহত জাবেদ পৌরসভার পশ্চিম গোমদন্ডী ৮ নং ওয়ার্ডের বানু মেম্বার টেক এলাকার মো. শহিদুল হকের ছেলে। জাবেদ জানান, ইসলামী ব্যাংকের বুথ থেকে ৩ হাজার টাকা তুলে বাড়ি ফেরার সময় তিনজন লোক ডাক দিয়ে জানায় তাদের সিএনজি চালিত অটোরিকশাটি চলছে না। একটু ধাক্কা দিলে গাড়িটি স্টাট হবে। তাদের কথা মতো সহযোগিতা করতে এগিয়ে গেলে তারা ধারালো ছুরি দেখিয়ে জিম্মি করে প্যান্টের পকেটে থাকা ৩ হাজার টাকা ছিনিয়ে নেয়। তারা পালিয়ে যাওয়ার সময় এলোপাতাড়ি মারধর ও বাম হাতে এবং পায়ে ছুরিকাঘাত করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সাবরিনা আকতার বলেন, রাতে আহত অবস্থায় জাবেদ নামের একজনকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তার হাতে ও পায়ে কাটা জখম ছিলো।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

বিএনএ/বাবর, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
দেশে বিনিয়োগের আহবান জানাতে সুইজারল্যান্ডে যাচ্ছেন প্রধান উপদেষ্টা রিসোর্টে ১৬ প্রেমিক যুগল আটক, বিয়ের চাপ পাহাড়ে অবৈধ বসবাসকারীদের বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হবে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ  পরিবেশ দূষণবিরোধী অভিযানে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে তিতাসের অভিযান, জরিমানা জলবদ্ধতা নিরসনে চট্টগ্রাম মহানগরীর খালগুলোকে স্বাভাবিক গতিপথে রাখতে হবে-পানি সম্পদ উপদেষ্টা বৈষম্যহীন নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে সাংবাদিকদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান জানুয়ারিতে ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৪ হাজার ৭২৩ কোটি টাকা সার্বভৌমত্ব রক্ষায় জিয়ার অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে: মেয়র শাহাদাত