18 C
আবহাওয়া
১:৪২ পূর্বাহ্ণ - জানুয়ারি ২০, ২০২৫
Bnanews24.com
Home » সোনার দামে ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড

সোনার দামে ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড

সোনার দাম

বিএনএ ডেস্ক: বাংলাদেশের ইতিহাসে সোনার দামে সর্বোচ্চ রেকর্ড হয়েছে। সবশেষ ভরিতে বেড়েছে ১ হাজার ২৮৩ টাকা। তাতে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ৮৪ হাজার ৫৬৪ টাকায়। রোববার থেকে নতুন দাম কার্যকর।

শনিবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর বিষয়টি জানিয়েছে। তারা বলছে, দেশের বুলিয়ন বাজারে পাকা সোনার দাম বেড়েছে। গত ২২ আগস্ট সোনার দাম ভরিতে সর্বোচ্চ ১ হাজার ২২৫ টাকা বাড়ানো হয়। এর আগে গত ৭ আগস্ট সোনার দাম ভরিতে ১ হাজার ৯৮৩ টাকা বৃদ্ধি করে বাজুস। তাতে সোনার দাম পৌঁছেছিল ৮৪ হাজার ৩৩১ টাকায়। সেটাই ছিল শনিবার পর্যন্ত দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম।

রোববার থেকে ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে ৮৪ হাজার ৫৬৪ টাকা লাগবে। এ ছাড়া ২১ ক্যারেট সোনার ভরি ৮০ হাজার ৭১৫ টাকা, ১৮ ক্যারেট ৬৯ হাজার ১৬৮ টাকা ও সনাতন পদ্ধতির সোনার ভরির দাম দাঁড়াবে ৫৭ হাজার ৩৮৭ টাকায়। তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে।

দেশের বাজারে শনিবার পর্যন্ত ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার অলংকার ৮৩ হাজার ২৮১ টাকা, ২১ ক্যারেট ৭৯ হাজার ৪৯০, ১৮ ক্যারেট ৬৮ হাজার ১১৭ ও সনাতন পদ্ধতির সোনা ৫৬ হাজার ২২০ টাকায় বিক্রি হয়েছে।

রোববার থেকে ২২ ক্যারেট সোনার ভরিতে ১ হাজার ২৮৩ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ২২৫, ১৮ ক্যারেটে ১ হাজার ৫১ ও সনাতন পদ্ধতির সোনার ভরিতে ১ হাজার ১৬৭ টাকা বেড়েছে।

এদিকে দেশের বাজারে সোনার দাম বাড়লেও বিশ্ব বাজারে নিম্নমুখী প্রবণতা রয়েছে। গত ২২ আগস্ট দেশে সোনার দাম বাড়ায় জুয়েলার্স সমিতি, তখন বিশ্ববাজারে প্রতি আউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) সোনার দাম ছিল ১ হাজার ৭৩৫ মার্কিন ডলার। চলতি মাসের ১ তারিখে সেই দাম ১ হাজার ৭০০ ডলারের নিচে নামে। শুক্রবার দাম কিছুটা বেড়ে ১ হাজার ৭১৭ ডলার হয়।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে তিতাসের অভিযান, জরিমানা জলবদ্ধতা নিরসনে চট্টগ্রাম মহানগরীর খালগুলোকে স্বাভাবিক গতিপথে রাখতে হবে-পানি সম্পদ উপদেষ্টা জানুয়ারিতে ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৪ হাজার ৭২৩ কোটি টাকা সার্বভৌমত্ব রক্ষায় জিয়ার অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে: মেয়র শাহাদাত পুকুর ভরাটের প্রতিবাদ করায় জুলাই আন্দোলনে হত্যার আসামীর হামলা ও হত্যার হুমকি রাউজানে পুকুরে ডুবে শিশুর মৃত্যু পিলখানা হত্যাকাণ্ড: দুই শতাধিক বিডিআর সদস্যের জামিন সাইফ আলী খানের ওপর হামলাকারী পাঁচদিনের রিমান্ডে বাঁশখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে ছাই কর্ণফুলীতে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার