33 C
আবহাওয়া
১:৩১ অপরাহ্ণ - আগস্ট ১১, ২০২৫
Bnanews24.com
Home » শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তুরস্ক

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তুরস্ক


বিএনএ, বিশ্বডেস্ক : তুরস্কে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত একজনের মৃত্যু হয়েছে।  আহত হয়েছেন ২৯ জন। এক ডজনের বেশি ভবন ধসে পড়েছে। রোববার (১০ আগস্ট) সকালে স্থানীয় সময় ৭টা ৫৩ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়।

তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা সংস্থা (AFAD) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বালিকেসির প্রদেশের সিনদিরগি জেলায়। এটি ভূপৃষ্ঠ থেকে মাত্র ১১ কিলোমিটার গভীরে আঘাত হানে।

ভূমিকম্পের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চলমান রয়েছে এবং তিনি নিজে পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

উল্লেখ্য, ভূমিকম্পপ্রবণ দেশ তুরস্কে আগেও বড় ধরনের বিপর্যয় ঘটেছে। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ-পূর্বাঞ্চলে ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে প্রায় ৫৩ হাজার মানুষ প্রাণ হারায়। পাশের দেশ সিরিয়াতেও মারা যায় আরও ৬ হাজার মানুষ।

বিএনএ/ ওজি/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ