আরব আমিরাতে বিক্ষোভ করে দণ্ডপ্রাপ্ত হওয়া প্রবাসীদের মুক্তির বিষয়ে সেই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কথা বলবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
রোববার (১১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথমবারের মতো গণমাধ্যমকে ব্রিফ করার সময় তিনি এ কথা জানান।
তৌহিদ হোসেন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে বিক্ষোভ করায় আবুধাবিতে যাদের কারাদণ্ড দেওয়া হয়েছে তাদের মুক্তির বিষয়ে কাজ চলছে। এ বিষয়ে প্রধান উপদেষ্টা নিজে কথা বলবেন বলে জানান তিনি।
তিনি আরও বলেন, প্রবাসীরা যেন মিশনগুলো থেকে আরও ভালো সেবা পায় সে বিষয়ে কাজ করা হবে। শ্রমিকরা যেন ভালো বেতনে যেতে পারে সেই বিষয়ে কাজ করা হবে।
বিএনএ/ ওজি/এইচমুন্নী