23 C
আবহাওয়া
৪:০৬ অপরাহ্ণ - জানুয়ারি ১৬, ২০২৫
Bnanews24.com
Home » সাঙ্গুতে ভেসে এল যুবকের মরদেহ

সাঙ্গুতে ভেসে এল যুবকের মরদেহ


বিএনএ,  আনোয়ারা (চট্টগ্রাম):  চট্টগ্রামের আনোয়ারায় সাঙ্গু নদীতে ভেসে এলো অজ্ঞাত (৩০) এক যুবকের মরদেহ।  নদীর তীরে দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে ।

শুক্রবার (১১ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাঙ্গু নদী থেকে অজ্ঞাতনামা এই মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীরা জানায়, জোয়ারের পানি কমলে নদীর তীরে মরদেহটি পরে থাকতে দেখা যায়। পরে মরদেহের বিষয়ে থানা পুলিশকে অবহিত করা হয়। স্থানীয়রা ধারণা করেছেন বন্যায় নিখোঁজ হওয়া কোন ব্যাক্তি হতে পারে।

এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহমেদ বলেন, সাঙ্গু নদীতে ভেসে আসা এক অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার হয়েছে। তার পরিচয় ও মৃত্যুর কারণ নির্ণয়ে চেষ্টা চলছে।

বিএনএ/ এনামুল হক নাবিদ , ওজি

Loading


শিরোনাম বিএনএ