34 C
আবহাওয়া
৬:৩১ অপরাহ্ণ - মে ৭, ২০২৫
Bnanews24.com
Home » মিরসরাইয়ে একরা‌তে ৬ গরু চু‌রি

মিরসরাইয়ে একরা‌তে ৬ গরু চু‌রি


বিএনএ, মিরসরাই: মিরসরাইয়ের মিঠানাল‌ায় এক রা‌তেই ২ প‌রিবা‌রের ৬‌টি গরু চু‌রি হ‌য়ে‌ছে। চু‌রি হওয়া গরুগু‌লোর আনুমা‌নিক বাজার মূল‌্য ৭ লাখ টাকা।

শুক্রবার (১১ আগষ্ট) ভো‌রে উপ‌জেলার মিঠানালা ইউনিয়‌নের ৮ নং ওয়ার্ড সু‌ফিয়া মাজার এলাকা থে‌কে গরু গু‌লি চুরি হ‌য়ে যায়।

জানা গে‌ছে, চু‌রি হওয়া গরু গুলির মধ্যে ওই এলাকার আবদুস ছোবহান মেস্ত্রী বা‌ড়ির আবুল কালা‌মের ৩ টি ও একই এলাকার আকরম আলী ভূইয়া বা‌ড়ির ইমামউদ্দি‌নের ৩‌টি গরু।

আবুল কলাম জানান, রাত সা‌ড়ে ৩টায় ও গরু গোয়া‌লে ছিল। চোর থে‌কে গরু রক্ষার জন‌্য গোয়াল ঘ‌র মজবুত ক‌রে দরজা বা‌নি‌য়ে দামি তালা লা‌গি‌য়ে‌ছি। চো‌রের দল তালা ভে‌ঙ্গে গরু চুরি করে নিয়ে গে‌ছে। গরু চু‌রির বিষ‌য়ে স্থানীয় ইউপি সদস‌্য সামছু মেম্বর‌কে অবগত ক‌রে‌ছি।

ইমামউদিদন জানান, তার ২ টি গা‌ভি ও এক‌টি আবাল গরু নিয়ে গে‌ছে। এক‌টি গা‌ভি যে কোন মূহুর্তে বাচ্চা দি‌তে পা‌রে। গরু গুলির আনুমা‌নিক মূল‌্য ৩ লাখ টাকা।

স্থানীয় ইউপি চেয়ারম‌্যান আবুল কা‌শেম ব‌লেন, সাম্প্র‌তিক গরু, মোটরসাইকেল, সিএন‌জি, লেগুনা, চুরি হ‌চ্ছে। এছাড়া দোকান ও বা‌ড়ি ঘ‌রে চুরি বে‌ড়ে‌ গে‌ছে। কিন্তু প্র‌তি‌টি বাজা‌রে সি‌সিক‌্যামরা আছে, বিট পু‌লি‌শিং তৎপরতা আছে, বাজা‌রের নাইটগার্ড আছে, পু‌লি‌শের টহল আছে, পু‌লি‌শের বিভিন্ন সোর্স হি‌সেবে রা‌তে‌ যে সকল দোকান খোলা থা‌কে‌ সে গু‌লো কাজ ক‌রে, রা‌তে যারা সিএন‌জি চালায় তারাও পু‌লি‌শের সোর্স হি‌সে‌বে কাজ করে। এতো কিছুর প‌রেও কি ক‌রে এত বড় বড় চু‌রি হয়। পু‌লিশ‌কে তা‌দের টহল বৃ‌দ্ধি করার জন‌্য বহুবার অনু‌রোধ ক‌রে‌ছি কিন্তু তা‌দের দায়সারা  ভাব।

‌মিরসরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও‌সি ক‌বি‌র হো‌সেন ব‌লেন, চু‌রির ঘটনা আপনার কা‌ছে জান‌তে পে‌রে‌ছি। আমরা সোর্স পাঠা‌চ্ছি ঘটনা স্থ‌লে। খোঁজ খবর নি‌য়ে গরু উদ্ধা‌রে সর্বাত্মক চেষ্টা কর‌বো।

বিএনএ/ আশরাফ, ওজি

Loading


শিরোনাম বিএনএ