বিএনএ ডেস্ক: বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে থাকতে হলে জুয়ার সাইটের অঙ্গ প্রতিষ্ঠান বেটউইনারের সঙ্গ ত্যাগ করতে হবে। সাকিব আল হাসানকে বিসিবি এমন কড়া বার্তা দেয়ার পর জুয়ার সাইটের সঙ্গ ত্যাগ করেছেন তিনি। বিতর্কিত চুক্তিতে বিসিবির কঠোর অবস্থানের পর অবশেষে বাস্তবতা বুঝতে পেরেছেন তিনি। বেটউইনার নিউজ পোর্টালের সঙ্গে চুক্তি বাতিল করার কথা চিঠি দিয়ে বিসিবিকে জানিয়েছেন বিশ্বসেরা ক্রিকেটার।
বৃহস্পতিবার (১১ আগস্ট) বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস জানান, সাকিব চুক্তি থেকে সরে এসেছেন। তিনি বিসিবির কাছে লিখিতভাবে এই চুক্তি বাতিল করার কথা জানিয়েছেন।
বেটউইনার নিউজের সঙ্গে চুক্তির পর যেসব সোশ্যাল মিডিয়া পোস্ট দিয়েছিলেন সাকিব, সেসব পোস্টও সরিয়ে নিবেন বলে চিঠিতে উল্লেখ করেন এই তারকা ক্রিকেটার।
তবে এই চুক্তি থেকে সরে না আসার পক্ষে সাকিবের যুক্তি ছিল এটি সরাসরি বেটিং সাইট নয়, বেটিং সাইটের অঙ্গ প্রতিষ্ঠান। বিসিবি তার সেই যুক্তি মানতে নারাজ, চলে যায় কঠোর অবস্থানে। দুপুরে বোর্ড পরিচালকদের সঙ্গে সভা করেন সভাপতি নাজমুল হাসান পাপন। জানান, সাকিব এই চুক্তি থেকে সরে না এলে তার সঙ্গে বাংলাদেশের ক্রিকেটেরই সম্পর্ক শেষ হয়ে যাবে।
অনলাইন বেটিং সাইট বেটউইনারের সারোগেট ব্র্যান্ড বেটউইনার নিউজের সঙ্গে মোটা অঙ্কের চুক্তি করেছিলেন সাকিব। চুক্তির খবর নিজেই তার স্বীকৃত ফেসবুক পাতায় জানিয়েছিলেন তিনি। এই চুক্তির খবর জানত না বিসিবি। কেন্দ্রীয় চুক্তিবদ্ধ খেলোয়াড় হিসেবে যেকোনো পণ্যের দূত হতে গেলে বিসিবির অনুমোদন প্রয়োজন। সাকিব তা নেয়ার প্রয়োজনও মনে করেন নি।
ঘটনা জানার পর এই ধরনের চুক্তি মেনে নেয়ার কথা জানায় বোর্ড সভাপতি। বলেন, দেশের প্রচলিত আইনে জুয়া নিষিদ্ধ থাকায় এরকম চুক্তি অনুমোদনের কোনো সুযোগ নেই। শেষ পর্যন্ত বিসিবি তার অবস্থান ধরে রেখে সাকিবকে বাস্তবতা উপলব্দি করানোর চেষ্টা করেছেন।
২০১৯ সালে জুয়াড়ির প্রস্তাব তিনবার গোপন করে সব ধরণের ক্রিকেটে নিষিদ্ধ হয়েছিলেন সাকিব। সেসময় জুয়াড়ির সঙ্গে তার হোয়াটসঅ্যাপ বার্তা তৈরি করেছিল আলোচনা। কয়েকটি বার্তা তিনি মুছেও দিয়েছিলেন, জুয়াড়ির সঙ্গে দেখাও করতে চেয়েছিলেন এই তারকা।
পেছনে এমন ঘটনা থাকলেও এবার জুয়া সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত হয়ে ফের আলোচনার জন্ম দিলেন তিনি। বিসিবির কঠোর অবস্থানের পর অবশ্য সরেও আসলেন তিনি।
সাকিবের বেটিং ইস্যু মিটে যাওয়ায় এশিয়া কাপের দল ঘোষণা ও অধিনায়কত্ব নিয়ে অচলাবস্থার সমাধান হতে যাচ্ছে। শনিবারই ঘোষণা হবে এশিয়া কাপের দল। তাতে সাকিবেরই অধিনায়ক থাকা অনেকটা নিশ্চিত।
বিএনএ/এ আর