25 C
আবহাওয়া
২:৩২ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » করোনায় আরও ২৩৭ মৃত্যু, শনাক্ত ১০৪২০

করোনায় আরও ২৩৭ মৃত্যু, শনাক্ত ১০৪২০

করোনায় ৩ জনের মৃত্যু,

বিএনএ, ঢাকা : গত চব্বিশ ঘন্টায় দেশে করোনায় মারা গেছেন ২৩৭ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ লাখ ৮৬ হাজার ৭৪২ জনে। একই সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১০ হাজার ৪২০ জন। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৩৯৮ জনে।

বুধবার (১১ আগস্ট) বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৪৪ হাজার ৪৩০টি নমুনা পরীক্ষায় ১০ হাজার ৪২০ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৩ দশমিক ৪৫ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৩৭ জনের মধ্যে ১৩৪ জন পুরুষ ও ১০৩ জন নারী।

২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১০৫ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ৫৪ জন মারা গেছেন। রংপুর বিভাগে এ সময়ে সবচেয়ে কম ছয় জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, খুলনা বিভাগে ২০ জন, ময়মনসিংহ বিভাগে ১১ জন, সিলেট বিভাগে ২৩ জন, বরিশাল বিভাগে আট জন ও রাজশাহী বিভাগে ১০ জন মারা গেছেন।

একই সময়ে দেশে সুস্থ হয়েছেন ১৩ হাজার ৩১৩ জন। মোট সুস্থ হয়েছেন ১২ লাখ ৪৮ হাজার ৭৫ জন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ