19 C
আবহাওয়া
৯:৩১ অপরাহ্ণ - জানুয়ারি ২৩, ২০২৫
Bnanews24.com
Home » বরিশাল বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের মোমবাতি প্রোজ্জ্বলন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের মোমবাতি প্রোজ্জ্বলন


বিএনএ, ববি : বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা মোমবাতি প্রোজ্জ্বলন কর্মসূচি পালন করেছে। ঢাকা-কুয়াকাটা মহাসড়কে বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যা সাতটায় আন্দোলনকারী শিক্ষার্থীরা মোমবাতি প্রোজ্জ্বলন করেন।

বিশ্ববিদ্যালয়ের মেইনগেট থেকে মোমবাতি প্রোজ্জ্বলন মিছিল নিয়ে ভোলারোড প্রদক্ষিণ করেন । এর পর সন্ধ্যা সাড়ে সাতটায় আগামী কর্মসূচি ঘোষণার মাধ্যমে আজকে দিনের কর্মসূচি শেষ করেন শিক্ষার্থীরা।

জানা যায়, আগামী শুক্র-শনিবার কর্মসূচি বন্ধ থাকবে এবং আগামী রোববার বিকেল তিনটায় আবার কর্মসূচি চলবে বলে ঘোষনা করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

এর আগে বিকেল সাড়ে তিনটায় পুলিশি বাঁধা উপেক্ষা করে তালাবদ্ধ গেট পেরিয়ে মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

বিএনএ/রবিউল/এইচ.এম/এইচমুন্নী

 

 

Loading


শিরোনাম বিএনএ