26 C
আবহাওয়া
৮:৪৪ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৪
Bnanews24.com
Home » চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান যাবে না ভারত!

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান যাবে না ভারত!

আইসিসি  চ্যাম্পিয়ন্স ট্রফি

স্পোর্টস ডেস্ক: ২০২৫ সালের আইসিসি  চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy) খেলতে পাকিস্তানে যাবে না ভারতীয় দল ! দুবাই বা শ্রীলংকার মাটিতে ভারতের ম্যাচগুলো আয়োজনের জন্য অনুরোধ করবে বিসিসিআই।’ এ তথ্য জানান ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এর এক বোর্ড কর্মকর্তা।

যদিও ইতোমধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ, সূচি ও ভেন্যুর একটি খসড়া তৈরি করে আইসিসির কাছে পাঠিয়েছে আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। প্রস্তাবিত সূচি অনুযায়ী ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত টুর্নামেন্টটি আয়োজন করতে আগ্রহী পিসিবি।

২০০৮ সালে মুম্বাইয়ে জঙ্গি হামলার পর থেকে থেকে পাকিস্তান সফরে যায়নি ভারতীয় ক্রিকেট দল। ২০১৩ সালে সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিলো দু’দল। এরপর থেকে শুধুমাত্র আইসিসি বা এসিসি’র কোন ইভেন্টে একে অপরের মুখোমুখি হয় তারা।

গত বছর পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হয়েছিলো এশিয়া কাপ। সে সময়ও  পাকিস্তান সফরে যায়নি ভারতীয়। যে কারণে শেষ পর্যন্ত ‘হাইব্রিড মডেলে এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছিল। এতে শ্রীলংকার মাটিতে ভারতের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হয়।

প্রস্তাবিত খসড়ায় ‘এ’ গ্রুপে পাকিস্তানের সাথে আছে বাংলাদেশ, ভারত, নিউজিল্যান্ড। অন্য গ্রুপে আছে- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান।

এখনও পিসিবির প্রস্তাবিত পরিকল্পনা নিয়ে কোন প্রতিক্রিয়া জানায়নি আইসিসি। সব দেশের বোর্ড প্রধানদের সাথে আলোচনা হলেও এখন পর্যন্ত  বিসিসিআইর সাথে কোন আলোচনা হয়নি আইসিসির। আইসিসি বোর্ডের এক সদস্য  বলেন, তবে নিজ দেশের সরকারের সাথে আলোচনার পর আইসিসিকে আপডেট জানানোর কথা জানিয়েছে বিসিসিআই।’

২০১৭ সালে সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) শিরোপা জিতেছিলো পাকিস্তান। ওভালে অনুষ্ঠিত   ফাইনালে ভারতকে ১৮০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপা জয় করেছিল পাকিস্তান। সূত্র; ক্রিকইনফো

বিএনএ, এসজিএন/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ