19 C
আবহাওয়া
৩:৪২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » নেপালে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬

নেপালে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬


বিএনএ, বিশ্বডেস্ক : নেপালের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পর্যটকসহ ছয় জনের প্রাণহানি হয়েছে। মঙ্গলবার(১১ জুলাই) সকালে কাঠমান্ডুর উত্তরাঞ্চলে উড়োজাহাজ বিধ্বস্ত হয়। নিহতদের মধ্যে পাঁচজন মেক্সিকোর নাগরিক ও একজন হেলিকপ্টারের পাইলট ।

সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হেলিকপ্টারটির মালিকানা মানাঙ নামে একটি প্রতিষ্ঠানের। প্রতিষ্ঠানটি হেলিকপ্টারে করে দর্শনার্থীদের নিয়ে হিমালয় পর্বতমালার এভারেস্ট চূড়া পরিদর্শন করে থাকে।

নেপালি কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার সলুখুম্বু জেলার লিখুপাইক পৌরসভার লামজোরায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।  প্রথমে স্থানীয়রা হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার বিষয়টি দেখতে পান। পরে তারা পৌরসভায় খবর দেন।

নেপালের সিভিল এভিয়েশন অথরিটির তথ্য কর্মকর্তা জ্ঞানেন্দ্র ভুল জানিয়েছেন, হেলিকপ্টারটি কাঠমান্ডু থেকে সলুখুম্বুর দিকে যাচ্ছিলো। সকাল দশটার দিকে কাঠমান্ডু বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারের সঙ্গে সেটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।’

নেপালের সিভিল এভিয়েশন অথরিটি এক টুইটে বলেছে, সবমিলিয়ে চাপরটিতে ৬ জন আরোহী ছিলেন। এরমধ্যে ৫ জন যাত্রী এবং ১ জন ক্যাপটেন।

চলতি বছরের জানুয়ারিতে নেপালের গত ৩০ বছরের ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী এক বিমান দুর্ঘটনা ঘটে। দেশটির পর্যটন নগরীখ্যাত পোখারার কাছে বিমান বিধ্বস্তের ওই ঘটনায় কমপক্ষে ৩১ জনের প্রাণহানি ঘটে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ