28 C
আবহাওয়া
৯:১৭ পূর্বাহ্ণ - মে ১০, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

চট্টগ্রামে শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

মৃত্যু

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের বন্দর থানা  এলাকায়  তানিয়া আক্তার (১৯) নামে এক কলেজ ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

শনিবার (৯ জুলাই) দিবাগত রাতে কলসি দিঘির পাড় পকেট গেইট এলাকায় আজিজ কলোনিতে এই ঘটনা ঘটে।তানিয়া আক্তার স্থানীয় মোহাম্মদ বেলাল হোসেনের মেয়ে। তিনি চট্টগ্রাম হোমিওপ্যাথিক কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

পুলিশ জানান, রোববার (১০ জুলাই) ভোর ৪টা ৪০ মিনিটের দিকে তানিয়া আক্তার নামের ওই ছাত্রীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এটি আত্মহত্যা নাকি হত্যা, তা স্পষ্ট নয়। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ