18 C
আবহাওয়া
৭:১৫ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে অবৈধ কোরবানি পশুরহাট উচ্ছেদ

চট্টগ্রামে অবৈধ কোরবানি পশুরহাট উচ্ছেদ

চট্টগ্রামে অবৈধ কোরবানি পশুরহাট উচ্ছেদ

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে অবৈধভাবে বসা একটি কোরবানি পশুরহাট উচ্ছেদ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। রোববার (১১ জুলাই)  নগরের পাহাড়তলী থানার সাগরিকা রোডে  চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌসের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী বলেন, কয়েকজন প্রভাবশালী ব্যক্তি সিটি কর্পোরেশনের অনুমতি ছাড়াই একটি অস্থায়ী কোরবানি পশুর হাট বসানোর কাজ করছিল। খবর পেয়ে আমরা গিয়ে ত্রিপল ও বাঁশ বেঁধে ৩০০ গরুর রাখার খুঁটি তৈরির কাজ করতে দেখি।

তিনি বলেন, অভিযান চালিয়ে পশুর হাটটি আমরা উচ্ছেদ করেছি। এছাড়া ওই এলাকার ৭টি পয়েন্টে অভিযান চালিয়ে স্বাস্থ্যবিধি অমান্য করার দায়ে ৬ পথচারিকে ২ হাজার ৩’শ টাকা জরিমানা করেছি।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ