21 C
আবহাওয়া
৯:০১ অপরাহ্ণ - ডিসেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » রাজধানীতে কেয়ারটেকারের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

রাজধানীতে কেয়ারটেকারের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার


বিএনএ, ঢাকা: রাজধানীর উত্তরায় সুবল পাল (৫০) নামে এক কেয়ারটেকারের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১১ জুলাই) সাড়ে ৮টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের ১০ নম্বর রোডের ১০ নম্বর বাড়ির নিচ তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তিনি দীর্ঘদিন ধরে বাড়িটিতে কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে জানা গেছে।  নিহত সুবল নেত্রকোনা জেলার পুর্বধলা উপজেলার লাঠুনিয়া গ্রামের হেমচন পালের ছেলে।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন গাজি বলেন, রোববার ভোরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাসার নিচতলায় হাত-পা বাধা মরদেহ দেখতে পাই। মরদেহের গলার ডান পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।

তিনি জানান, হত্যাকাণ্ডের বিষয়ে এখনো কিছু জানা যায়নি। ধারণা করা হচ্ছে রাত ১২টা থেকে ভোর ৬টার মধ্যে যেকোনো সময় এই হত্যাকাণ্ড ঘটেছে। বাসার আশে পাশে সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করা হয়েছে।

বিএনএনিউজ/আজিজুল,মনির

Loading


শিরোনাম বিএনএ