16 C
আবহাওয়া
৪:১৪ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » ভাসানচর থেকে পালিয়ে আসা নারী-শিশুসহ ১৮ রোহিঙ্গা আটক

ভাসানচর থেকে পালিয়ে আসা নারী-শিশুসহ ১৮ রোহিঙ্গা আটক

ভাসানচর থেকে পালিয়ে আসা নারী-শিশুসহ ১৮ রোহিঙ্গা আটক

বিএনএ, চট্টগ্রাম : নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে আসা নারী-শিশুসহ ১৮ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। রোববার (১১ জুলাই) সকাল ১১টার দিকে জোরারগঞ্জ থানার বঙ্গবন্ধু অর্থনৈতিক অঞ্চল এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৭ জন শিশু, ৭ জন নারী ও ৪ জন পুরুষ রয়েছে।

জোরারগঞ্জ থানার ওসি-তদন্ত হেলাল উদ্দিন ফারুকী বলেন, ভাসানচর থেকে পালিয়ে আসা নারী ও শিশুসহ ১৮ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তারা ভাসানচর থেকে রিজার্ভ ট্রলার নিয়ে মিরসরাইয়ের অর্থনৈতিক অঞ্চল এলাকায় এসে নামে। কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার উদ্দেশ্যে ভাসানচর থেকে এসেছে পালিয়ে এসেছে। স্থানীয়রা তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন।

উল্লেখ্য, গত ২২ জুনও একই এলাকা থেকে ১৪ রোহিঙ্গাকে আটক করে পুলিশ।

বিএনএনিউজ২৪/আমিন

Loading


শিরোনাম বিএনএ