বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ( শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) ২ হাজার ৮২টি নমুনা পরীক্ষায় করোনা রোগে আক্রান্ত হয়েছে ৭০৯ জন। আক্রান্তদের মধ্যে নগরে ৪১৬ জন এবং উপজেলায় ২৯৩ জন। এ নিয়ে করোনায় মোট আক্রান্ত হয়েছে ৬৫ হাজার। একই সময় করোনায় আক্রান্ত হয়ে নগরে ৭ জন এবং উপজেলায় ৭ জন মৃত্যুবরণ করেছে। রোববার (১১ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৬২০টি নমুনা পরীক্ষায় ১৭৬ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৩৫৭টি নমুনা পরীক্ষায় ১৪২ জন, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৩৬টি নমুনা পরীক্ষায় ৩ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে ৪৯টি নমুনা পরীক্ষায় ৩৬ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২০৩টি নমুনা পরীক্ষায় ৫৩ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৪৯টি নমুনা পরীক্ষায় ২১ জন, মেডিকেল সেন্টার হাসপাতালে ৩১টি নমুনা পরীক্ষায় ১৬ জন, এপিক হেলথ কেয়ার ল্যাবে ৬৯ নমুনা পরীক্ষায় ৩৮ জন এবং এন্টিজেনে ৬৬৮টি নমুনা পরীক্ষায় ২২৪ জন করোনা রোগে আক্রান্ত হয়েছে।
এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ও ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে নমুনা পরীক্ষা হয়নি।
উপজেলায় ২৯৩ জনের মধ্যে লোহাগাড়ায় ৪ জন, সাতকানিয়ায় ১৫ জন, বাঁশখালী ৮ জন, আনোয়ারায় ১ জন, চন্দনাইশ ২৯ জন, পটিয়া ১৪ জন, বোয়ালখালী ১১ জন, রাঙ্গুনিয়া ১৮, রাউজান ১৯ জন, ফটিকছড়ি ২৩ জন, হাটহাজারী ৪৮ জন, সীতাকুণ্ড ৫৪ জন, মিরশ্বরাই ৩৩ জন ও সন্দ্বীপ ১৬ জন।
চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৭০৯ জন বেড়ে করোনা রোগে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ হাজার। যাদের মধ্যে নগরে ৫০ হাজার ১৩৪ জন এবং উপজেলায় ১৪ হাজার ৮৭৪ জন। একই সময় করোনা রোগে ১৪ জনের মৃত্যুসহ মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৭১ জন। যাদের মধ্যে নগরে ৪৯৭ জন এবং উপজেলায় ২৭৪জন।
বিএনএনিউজ২৪/ আমিন