17 C
আবহাওয়া
১১:১৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » পদ্মায় নিখোঁজ দুই ছাত্রের মরদেহ উদ্ধার

পদ্মায় নিখোঁজ দুই ছাত্রের মরদেহ উদ্ধার

পদ্মায় নিখোঁজ দুই ছাত্রের মরদেহ উদ্ধার

বিএনএ ডেস্ক : রাজশাহী  শ্রীরামপুর পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই কলেজ শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় রিফাত খ্ন্দকার গালিবের মরদেহও উদ্ধার করা হয়েছে । রোববার (১১ জুন) দুপুর ১২ টার দিকে শ্রীরামপুর টি বাঁধ এলাকার সামনে থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে সকালে নগরীর শ্রীরামপুর এলাকার দুর্ঘটনাস্থল থেকে আনুমানিক ৫০ গজ পূর্ব দিকে সারোয়ার সাইমের (১৭) মরদেহ উদ্ধার করে।

উদ্ধারকৃত দুইজন রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর প্রথম বর্ষের শিক্ষার্থী এবং তারা দুইজনই বন্ধু।

উল্লেখ্য, শনিবার (১০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে পদ্মা নদীতে গোসল করতে নেমে এ ঘটনা ঘটে। তাদের উদ্ধারের জন্য সন্ধ্যার পর পর্যন্ত চেষ্টা চালায় ফায়ার সার্ভিস রাজশাহী সদর দপ্তরের দুইটি ডুবুরি ইউনিট।

রোববার দ্বিতীয় দিনের মত ফায়ার সার্ভিস ও বিজিবির সমন্বয়ে দুইটি ইউনিট উদ্ধার তৎপরতা চালিয়ে দুপুর ১২ টার দিক গালিবের মরদেহটিও উদ্ধার করতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সিনিয়র স্টেশন অফিসার আবদুর রউফ গণমাধ্যমকে জানান, ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের মোট ছয়জন ডুবুরি উদ্ধার কাজ চালিয়ে গালিবের মরদেহ উদ্ধার করে। এর আগে সাইমের মরদেহ পাওয়া যায়।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ