29 C
আবহাওয়া
১:৪৪ অপরাহ্ণ - এপ্রিল ১৮, ২০২৫
Bnanews24.com
Home » খালেদা জিয়ার কিছু হলে সরকারকে কেন দায় নিতে হবে: কাদের

খালেদা জিয়ার কিছু হলে সরকারকে কেন দায় নিতে হবে: কাদের

খালেদা জিয়ার কিছু হলে সরকারকে কেন দায় নিতে হবে: কাদের

বিএনএ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছু হলে তার দায় সরকারকে কেন নিতে হবে; এমন প্রশ্ন করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, খালেদা জিয়ার অবস্থা নাজুক হলে বিএনপি নেতারা কেন বিদেশ থেকে চিকিৎসক আনাচ্ছেন না।

শনিবার (১১ জুন) বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ে প্রস্তাবিত বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার উদারতায় বিএনপি নেত্রী মুক্ত আছেন; মির্জা ফখরুলের আন্দোলনের কারণে নয়।

বিএনপি নেতারা বিদেশে অর্থ পাচার করেছে উল্লেখ করে ওবায়দুর কাদের বলেন, অর্থ পাচার নিয়ে কথা বলা বিএনপির ডাবল স্ট্যান্ড। দেশের মানুষ জানে খালেদা জিয়া ও তারেক রহমান বিদেশে অর্থ পাচারের দায়ে দণ্ডিত।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বর্তমান বিশ্ব বাস্তবতায় এই বাজেট শক্তিশালী অর্থনীতির প্রতিফলন। মাথাপিছু আয় ৩ হাজার ডলার সরকারের বিশাল অর্জন। করোনা পরিস্থিতি দু:সাহসিকভাবে মোকাবিলা করেছেন শেখ হাসিনা। বিশ্বব্যাপী জ্বালানি তেল, সার, সয়াবিনের দাম বেড়েছে। মূল্য ঊর্ধ্বগতি রোধে প্রধানমন্ত্রী প্রস্তাবিত বাজেটে বিশাল পরিমাণ ভর্তুকি রেখেছেন।

কৃষি, শিল্প, শিক্ষাসহ বিভিন্ন খাতে করোনাকালীন প্রণোদনা দিয়েছে সরকার। বাজেটেও বরাদ্দ বাড়ানো হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, শিক্ষাখাতে বর্তমান বাজেটে প্রস্তাবিত বরাদ্দ বিএনপি জামাত আমলের মোট বাজেটের চেয়েও ৪০ শতাংশ বেশি।

দক্ষ মানব সম্পদ তৈরিতে এ বাজেট বড় গুরুত্ব রাখবে। যোগাযোগ খাতে আওয়ামী লীগ সরকার অভূতপূর্ব উন্নয়ন করেছে উল্লেখ করে সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী বলেন, প্রস্তাবিত বাজেটেও যোগাযোগ খাতের জন্য বরাদ্দ বেড়েছে। বর্তমানে ২৬টি বৃহৎ প্রকল্প চলমান।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মির্জা ফখরুলসহ দেশের একটি চিহ্নিত মহল বিদেশে অর্থ পাচারের অভিযোগ করে। সেখানে ৭ শতাংশ করের বিনিময়ে অর্থ ফিরিয়ে আনলে তো তারা খুশি হবে। বেগম জিয়ার দুই পুত্র সিঙ্গাপুর, আমেরিকায় পাচার করেছে। সে টাকা ধরা পড়েছে এবং কিছু অর্থ দেশে ফিরিয়ে আনা হয়েছে। সিঙ্গাপুর এবং আমেরিকায় অর্থ পাচারের রেকর্ড করেছে খালেদা জিয়ার দুই পুত্র।

বিশ্বের অনেক দেশে পাচারের অর্থ ফিরিয়ে আনা হয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, দেশের অনেক টাকা পাচার হয়েছে। সে কারণেই পাচার হওয়া টাকা ফেরত আনার সুযোগ দেয়া হয়েছে। এতে পাচারকারীরা উৎসাহিত হবে সে ধারণা ঠিক নয়।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ
লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের ডাকাত সর্দারের আস্তানায় মিলল থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলি যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনিদের আর্থিক সহায়তা দিলেন চসিক মেয়র ইয়েমেনের তেলবন্দরে আমেরিকার বিমান হামলায় নিহত ৩৮ সাংবাদিক নেতৃবৃন্দের বিরুদ্ধে আপত্তিকর ব্যনার টাঙায় সিইউজে'র উদ্বেগ-নিন্দা সরকারের সংস্কার কাজে সমর্থন জানালো যুক্তরাষ্ট্র কুড়িল-বসুন্ধরা সড়ক বন্ধ থাকবে ২৯ ঘণ্টা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্র সচিবের সাক্ষাৎ ভারতের সংখ্যালঘু মুসলিমদের ‘পূর্ণ নিরাপত্তা’ নিশ্চিত করার আহ্বান বাংলাদেশের হারিয়ে যাওয়া ২৫১ মোবাইল উদ্ধার করল ডিএমপি