26 C
আবহাওয়া
১২:৩৬ অপরাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » লড়াই করেও তুর্কমেনিস্তানের কাছে হারালো বাংলাদেশ

লড়াই করেও তুর্কমেনিস্তানের কাছে হারালো বাংলাদেশ

বাংলাদেশকে ২-১ গোলে হারালো তুর্কমিনিস্তান

বিএনএ ডেস্ক: ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের ৫৪ ধাপ উপরে তুর্কমেনিস্তান। মালয়েশিয়ার কুয়ালালামপুরে এশিয়ান কাপ বাছাইয়ে তুর্কমেনিস্তানের কাছে লড়াই করেও ২-১ গোলে হারলো বাংলাদেশ।

শনিবার (১০ জুন) বাংলাদেশ সময় বিকেলে লড়াই শুরু হয় দুই দলের। মালয়েশিয়ার কুয়ালালামপুরের বুকিত জলিল স্টেডিয়ামের ম্যাচে সাত মিনিটেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। তুর্কমেনিস্তানের হয়ে গোল করেন আলতিমিরাত আনাদুরদেব। তবে পাঁচ মিনিট বাদেই ওই গোল পরিশোধ করে বাংলাদেশ।

বিশ্বনাথের লম্বা থ্রো-ইন বক্সের ভেতরে পেয়ে হেড নেন রাকিব। প্রতিপক্ষের গোলরক্ষক হাত দিয়ে বল ঠেকিয়ে দিলেও তা বক্সের ভেতরেই ছিল। লাফিয়ে ওঠে হেডে গোল করেন ইব্রাহিম। এরপর খেলায় ফিরে আসে সমতা। শুরু হয় এগিয়ে যাওয়ার লড়াই।

প্রথমার্ধ শেষ হওয়ার আগ পর্যন্ত তুর্কমেনিস্তানকে চাপেই রাখে বাংলাদেশ। ভালো খেলে প্রথমার্ধ শেষ করলেও আর কোন সুযোগ তৈরি করতে পারেনি লাল সবুজের জার্সিধারীরা।

দ্বিতীয়ার্ধের ৭৭তম মিনিটে আবারও সুযোগ পেয়ে যায় তুর্কমেনিস্তান। আরসলানমিরাত আমানবের গোলে এক পয়েন্ট পাওয়ার আশা খানিকটা ধূসর হয়ে যায়। এরপর নির্ধারিত সময় শেষ হলেও গোল পায়নি বাংলাদেশ। ২-১ গোলে হেরে টানা দুই পরাজয়ে ‘ই’ গ্রুপে চার দলের মধ্যে সবার নিচে অবস্থান করছে বাংলাদেশ।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ